স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সদস্যের দায়িত্ব পেয়েছেন সংগঠনের ত্যাগী ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা মো. জীবন রহমান। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ছাত্রলীগের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওখানে ২৭ জন সদস্যদের নাম প্রকাশ পায়নি, যারা সদস্য হয়েছেন তাদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মো. জীবন রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবী গ্রামে। তিনি সাবেক মেম্বার মো. আজাদ মিয়ার ছেলে। রাজনৈতিক জীবনে এর আগে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগ। কুলাউড়া ইউনাইটেড রয়েলস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জীবন রহমান ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।