নিউজ ডেস্কঃ কুমিল্লা ক্যান্টনম্যান্টে খুন হওয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ২৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সামনে ঘন্টাব্যাপি শিক্ষার্থীদের এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মৌলভীবাজার সরকারি কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী মনশ্রী জুই এর সভাপতিত্বে এবং কামরুল হাসান মিজুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, সৈয়দ সলমান আলী, শান্তিপদ ঘোষ, আমিরুল ইসলাম, মাসুক মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজু দেবরায়, বন্ধুসভার সত্যকাম ভট্টাচার্য, ছাত্র ফ্রন্টে রেহনুমা রুবায়েত, সরকারি কলেজের শিক্ষার্থী গীতা রানী দেবী, রণি পাল, সামাদ আল মোহাম্মদ, নাসরিন সুলতানা মুমু, পূর্ণা দাশ, আল আমিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, ক্যান্টনম্যান্টের মতো নিরাপত্তাবেষ্টিত জায়গায় এরকম ন্যাক্কারজনক ঘটনা প্রমাণ করে নারীরা সবখানেই অনিরাপদ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। উল্লেখ্য, ২০ মার্চ কুমিল্লা ক্যান্টনম্যান্ট থেকে ইতিহাস ২য় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করে পুলিশ। ধর্ষনের পর তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার পরিবার ও সহপাঠীরা।


