বড়লেখা প্রতিনিধিঃ সদ্যঘোষিত মৌলভীবাজারের বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল ছাত্রদল। শুক্রবার (০৪ মার্চ) বিকেলে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরশহরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী পথ সভায় পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুর রহমান শিপারের সভাপতিত্বে ও ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আসুক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন ইমন, মিছবা উদ্দিন, কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পাভেল আহমদ। এ সময় ছাত্রদল নেতা আমান আহমদ, আজাদ হোসেন আবু, মামুন আহমদ, সাবের আহমদ, জাফর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
