নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংর্ঘষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় বেরকুড়ি ও বেরীগঞ্জ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রামের দু’জন শহিদ মিয়া ও হেলাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটির জেরে বেরকুড়ি ও বেরীগঞ্জ গ্রামের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজিব হাসান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।