ভিন্ন কন্ডিশনে ভালো খেলাটা চ্যালেঞ্জিং: মাশরাফি

ভিন্ন কন্ডিশনে ভালো খেলাটা চ্যালেঞ্জিং: মাশরাফি
স্পোর্টস ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশের ভিন্ন কন্ডিশনে ভালো খেলাটা চ্যালেঞ্জিং বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে সামর্থ্যের পুরোটা দিয়েই সুপার টেন নিশ্চিত করার লক্ষ্য টাইগার অধিনায়কের। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘এখানকার কন্ডিশনটা একটু অন্যরকম, দিনে বেশ গরম এবং সন্ধ্যার আগে প্রচণ্ড ঠাণ্ডা। আমাদের দুটো ম্যাচ আছে তারমধ্যে কালকের ম্যাচটি দিনে। মাঠে রানিংয়ের পর নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয়। এখানে আরো বেশী সময় পেলে ভালো হতো। চেনা পরিবেশের বাইরে এসে খেলা, আমি মনে করি এটা ক্রিকেটের শিক্ষার জায়গা। তারপরেও আমরা আশা করি চাপটা নিতে পারবো।’ ধর্মশালায় প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানালেন ম্যাশ।

Post a Comment

Previous Post Next Post