কুলাউড়া ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

কুলাউড়া ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার প্রাচীনতম বিদ্যপীঠ কুলাউড়া ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের নেতৃত্বে কলেজের সাবেক শিক্ষার্থী, বর্তমান ছাত্র-ছাত্রী ও ছাত্রনেতাদের নিয়ে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কলেজ মাঠে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। সভায় কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্ত্বে ও ক্রীড়া শিক্ষক মোঃ আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। কলেজ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোছাৎ ফাতেমা বেগম। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মশিউর রহমান, কামরুন নাহার ঝর্ণা, শাহিদা খানম, কয়েছ খান সেলিম, সঞ্জিব কুমার দাস, বদরুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, প্রাক্তণ ছাত্র ও প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মুহিত, প্রাক্তণ ছাত্র ও মানবঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, কলেজ ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, পৌর ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ সেবুল, ছাত্রদল নেতা রবিউল হাসান, ছাত্রলীগ নেতা মিজান রহমান প্রমুখ। সবশেষে খেলাধুলায় বিজয়ী ও প্রাক্তণ ছাত্রদের মধ্যে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।

Post a Comment

Previous Post Next Post