নাটকীয় জামিনের পর কারামুক্ত বিএনপি মহাসচিব

নাটকীয় জামিনের পর কারামুক্ত বিএনপি মহাসচিব
নিউজ ডেস্কঃ নাটকীয়ভাবে জামিন লাভের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। এর আগে নাশকতার মামলায় দুপুরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। তিন ঘণ্টা পর তার শারিরিক অসুস্থতার কারণে আবারো তার জামিন মঞ্জুর করা হয়। দুপুরে হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষে সকালে পল্টন থানায় নাশকতার তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মির্জা ফখরুল। প্রায় পৌনে এক ঘণ্টা শুনানি শেষে এক মামলায় জামিন দিলেও দুই মামলায় জামিন নামঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক গোলাম নবী। এর আগে দুপুরে জামিন নামঞ্জুরের পর মির্জা ফখরুলের আইনজীবী বলেন, এজাহারে নাম থাকলেও মির্জা ফখরুল ঘটনাস্থলে ছিলেন না। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত জামিন দিতে পারতো। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মির্জা ফখরুল জামিনের অপব্যবহার করায় আবেদন নাকচ করেছে আদালত। দশম জাতীয় সংসদনির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল। এরপর নাশকতার সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Post a Comment

Previous Post Next Post