নিউজ ডেস্কঃ বাংলাদেশ কখনো বিশ্বকাপ জয় করেনি। এমনকী এ পর্যন্ত টাইগার বাহিনী ক্রিকেটেরে কোনও কাপ-ই ঘরে তুলতে পারেনি। তাতে কি! মাশরাফি ভক্তদের এ নিয়ে মান-অভিমান থাকলেও নিখাত ভালোবাসায় কমতি নেই এতটুকুও। এশিয়া-কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে নতুন স্বপ্ন জাগিয়েছে মাফরাফি বাহিনী। আজ ভারতকে হারাতে পারলেই এশিয়া কাপ ঘরে। এ যেন সমুদ্র পাড়ি দিয়ে ওপর প্রান্তে পৌঁছার ঠিক আগ মুহূর্ত। এখন মাত্র সময়ের অপেক্ষা। যদিও বাস্তবে ভারতকে হারানো কতটা সহজ হবে তা চূড়ান্ত হবে সন্ধ্যায় মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে। সে যাই হোক, দেশের ১৬ কোটি ক্রিকেটপ্রেমীরা টাইগারদের পক্ষে ভালোবাসার জানান দিচ্ছেন বিভিন্নভাবে। অনেকে স্টেডিয়ামে উপস্থিত হতে রীতিমত যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সেখানে পুলিশের পিটুনি খেয়ে ব্যর্থ হয়েছেন টাইগার ভক্তরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি-তামিম-সাকিবদের অকৃত্রিম ভালোবাসার জানান দিতে কোনও বাধা নেই। পুলিশের পিটুনি খাওয়ারও আশঙ্কা নেই। তাই শেষ পর্যন্ত দেশের ১৬ কোটি মাশরাফি ভক্তরা ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে টাইগারদের সমর্থন জানিয়ে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। স্ট্যাটাস এবং টুইট করে ব্যক্ত করছেন তাদের অনুভুতি। সেই সাথে দেশের বেশির ভাগ ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে বুুঝিয়ে দিয়েছেন তারা মাফরাফিদের পিছনে লড়াইয়ে প্রস্তুত! এতে সাংবাদিক, রাজনীতিবিদ, গৃহবধূ বা সমাজের সাধারণ মানুষ সবাই অংশ নিয়েছেন। সকল ভেদাভেদ ভুলে সত্যিই একদলে যুক্ত হয়েছেন দেশের ১৬ কোটি মানুষ। আর সবার চাওয়া একটাই, এবারের এশিয়া কাপ মাশরাফিদের হাতে উঠুক!
