তনুর লাশ তুলে আবার ময়নাতদন্তের নির্দেশ

তনুর লাশ তুলে আবার ময়নাতদন্তের নির্দেশ
নিউজ ডেস্কঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মৃত্যুর ৮ দিন পর পুনরায় ময়নাতদন্ত করতে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম এ আদেশ দেন। পিপি জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এ কে এম মনজুর আলমের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। লাশ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর এ আদেশ দেয়া হয়। এদিকে, এ মামলায় আসামিপক্ষের হয়ে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। গত ২০ মার্চ রাতে তনুকে কুমিল্লা সেনানিবাস এলাকায় হত্যার পর লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

Post a Comment

Previous Post Next Post