নিউজ ডেস্কঃ ২৫শে মার্চ কালোরাত্রি স্মরণে মৌলভীবাজারে আলোর মিছিল ও আলোক প্রজ্জ্বালন করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি জেলার কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে আলোক প্রজ্জ্বালন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এদিকে ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী,বন্ধুসভা এবং আমরা মৌলভীবাজার মুক্তিযুদ্ধের গান গেয়ে আলোর মিছিল করে। আলোর মিছিলগুলো নিজ নিজ সংগঠনের কার্যালয় থেকে বের হয়ে স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। ছাত্র ইউনিয়নের আলোর মিছিল শেষে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর।