স্পোর্টস ডেস্কঃ এ ম্যাচে জয় পেলে জন্মদিনে দারুণ এক পার্টি দিতে পারতেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার জন্মদিন উপলক্ষে ভারতবধের আরো একটি মহাকাব্য রচিত হতো। কিন্তু কী দুর্ভাগ্য, নিজের ২৯তম জন্মদিনেও কাঁদতে হলো দেশসেরা এই ক্রিকেটারকে। ১৯৮৭ সালে মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বাঁহাতি অর্থোডক্স স্পিনারের। সাকিব ছিলেন বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর শিক্ষার্থী। তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়, হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়। "প্রিয় কুলাউড়া" পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের এই ক্রিকেট নক্ষত্রকে জন্মদিনের অনাবিল শুভেচ্ছা।
