নিজস্ব প্রতিনিধি: গত ৪মার্চ ২০১৬ শুক্রবার, কুয়েতে সিলেটীয় তথা বাংলা সংস্কৃতিকে লালন করা সংগঠন সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোস্টির আয়োজনে আহমদি পার্কে আয়োজিত হলো বনভোজন ২০১৬ বিভিন্ন খেলার প্রতিযোগতার মধ্যে দিয়ে একটু ব্যতিক্রম আনন্দে মেতে উঠেছিলো উপস্হিত অতিথিবৃন্দরা ।