স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন
নিউজ ডেস্কঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদি দল বিএনপি। সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির চেয়ারপার্সনের খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতা কর্মীরা এ শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।পরে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Post a Comment

Previous Post Next Post