মৌলভীবাজার প্রতিনিধি: ছাত্রলীগ কর্মীদের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কলেজ ক্যাম্পাস উত্তাল হয়ে উঠছে। বৃস্থস্পতিবার সকাল দশটা থেকে কলেজ ক্যাম্পাসে শিক্ষকরা বুকে কালোব্যাজ ধারণ সহ কলেজের সকল ধরনের ক্লাস বর্জন কর্মসূচী পালন করছেন। পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীরা দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবীতে মূর্হমুর্হ মিছিলে মিছিলে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে মৌলভীবাজার সরকারি কলেজে ক্যাম্পাস। দুপুরের দিকে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে শহরের চৌমুহনা চত্বরে এসে মানববন্ধন কর্মসূচী পালন করে। শহরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কলেজে, শহরে চৌমুহনা পয়েন্ট ও প্রেসক্লাবমোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ নিয়ে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম জানান, ছাত্রলীগ কর্মীদের হাতে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হানিফ লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কলেজ ক্যাম্পাসে শিক্ষকরা বুকে কালো ব্যাজ ধারণ সহ কলেজের সকল প্রকারের ক্লাস বর্জন কর্মসূচী পালন করছেন। এ কর্মসূচী দিন ব্যাপী চলবে। এছাড়াও এ ঘটনার কারণ অনুসন্ধান ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সরকারী কলেজের উপাধ্যক্ষ ড. মো. ফজলুল আলীকে প্রধান করে চার জন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রিন্সিপাল প্রফেসর সৈয়দ মহিবুল আরও জানান, বুধবার সন্ধ্যা সোয়া পাঁচটা থেকে শুরু হওয়া সভাটি রাত সোয়া আটটা পর্যন্ত দীর্ঘ তিন ঘন্টাব্যাপী চলে। জরুরী সভায় সকল শিক্ষকবৃন্দের মতামতের ভিত্তিতে মৌলভীবাজার সরকারি কলেজে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হানিফ লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রস্তাবও গৃহীত হয়। এ নিয়ে ছাত্রলীগের জেলা সভাপতি আসাদুজ্জামান রনির বলেন, কলেজ শিক্ষকের উপর ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে এমন কোন অভিযোগ এখনও আমার কাছে আসেনি।
উল্লেখ্য, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হানিফ বুধবার নিজের মেয়েকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য অফিস থেকে বের হলে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ফুলের বাগানের পাশে আসলে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকা ১০/১৫ জন ছাত্রলীগ কর্মী অতর্কিত হামলা চালায়। এ সময় আমি আত্মরক্ষার জন্য প্রসাশনিক ভবনের ভেতরে ঢুকলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ নিয়ে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম জানান, ছাত্রলীগ কর্মীদের হাতে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হানিফ লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কলেজ ক্যাম্পাসে শিক্ষকরা বুকে কালো ব্যাজ ধারণ সহ কলেজের সকল প্রকারের ক্লাস বর্জন কর্মসূচী পালন করছেন। এ কর্মসূচী দিন ব্যাপী চলবে। এছাড়াও এ ঘটনার কারণ অনুসন্ধান ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সরকারী কলেজের উপাধ্যক্ষ ড. মো. ফজলুল আলীকে প্রধান করে চার জন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রিন্সিপাল প্রফেসর সৈয়দ মহিবুল আরও জানান, বুধবার সন্ধ্যা সোয়া পাঁচটা থেকে শুরু হওয়া সভাটি রাত সোয়া আটটা পর্যন্ত দীর্ঘ তিন ঘন্টাব্যাপী চলে। জরুরী সভায় সকল শিক্ষকবৃন্দের মতামতের ভিত্তিতে মৌলভীবাজার সরকারি কলেজে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হানিফ লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রস্তাবও গৃহীত হয়। এ নিয়ে ছাত্রলীগের জেলা সভাপতি আসাদুজ্জামান রনির বলেন, কলেজ শিক্ষকের উপর ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে এমন কোন অভিযোগ এখনও আমার কাছে আসেনি।
উল্লেখ্য, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হানিফ বুধবার নিজের মেয়েকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য অফিস থেকে বের হলে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ফুলের বাগানের পাশে আসলে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকা ১০/১৫ জন ছাত্রলীগ কর্মী অতর্কিত হামলা চালায়। এ সময় আমি আত্মরক্ষার জন্য প্রসাশনিক ভবনের ভেতরে ঢুকলে হামলাকারীরা পালিয়ে যায়।