প্রিয় কুলাউড়া ডেস্কঃ কাগজ প্রকাশন (সব্যসাচী) ও প্রিয় কুলাউড়া'র ফেইসবুক আয়োজন 'বুঝে শুনে লাইক দিন ও কমেন্টস করুন' সেরা কমেন্টস'কারী ও গত সপ্তাহের বিজয়ী আয়ারল্যান্ড প্রবাসী রুহান চৌধুরী এর
মমতাময়ী মা' এর হাতে বিশেষ পুরুস্কার তুলে দিচ্ছেন প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, সহ-সম্পাদক মাহফুজ শাকিল, সাংবাদিক এইচ ডি রুবেল। এ সময় উপস্থিত ছিলেন "সব্যসাচী" প্রকাশক ও সম্পাদক নুরুল ইসলাম ইমন, জিয়াউর রাহমান, খ ক জাফর, মোহাইমিন ইসলাম মাহিন, চৌধুরী রুম্মান, আমিন জাহান, প্রমুখ। নিয়মানুযায়ী এক সপ্তাহের মধ্যে পুরষ্কার বিজয়ীর কাছে (প্রবাসীদের দেশের ঠিকানায়) পৌছে দেয়া হয়।
উল্লেখ্য যে ২য় স্থান অর্জন করেছেন আব্দুর রব পলাশ ও ৩য় স্থান অধিকারী হয়েছেন মুন্না।
সব্যসাচী ও প্রিয় কুলাউড়া'র ফেইসবুক আয়োজনে এবারের বিজয়ী রুহান চৌধুরী
উল্লেখ্য যে ২য় স্থান অর্জন করেছেন আব্দুর রব পলাশ ও ৩য় স্থান অধিকারী হয়েছেন মুন্না।
সব্যসাচী ও প্রিয় কুলাউড়া'র ফেইসবুক আয়োজনে এবারের বিজয়ী রুহান চৌধুরী