মোটরসাইকেলের নিবন্ধন ফি কমলো ৪৩ শতাংশ

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমলো ৪৩ শতাংশ
নিউজ ডেস্কঃ মোটরসাইকেল নিবন্ধন ফি কমিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয়ে সোমবার বিআরটিএ-এর পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় মোটরসাইকেল নিবন্ধনের কর ও ফি ইঞ্জিনের ক্ষমতাভেদে ৩৩ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। বিআরটিএ-এর প্রজ্ঞাপনে বলা হয়, ১০০ সিসি মোটরসাইকেলের নিবন্ধনে এখন থেকে ১৩ হাজার ৯১৩ টাকার পরিবর্তে ৯ হাজার ৩১৩ টাকা দিতে হবে। আর ১০০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ২১ হাজার ২৭৫ টাকা থেকে কমিয়ে ১২ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০১৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেল নিবন্ধনের ফি ৪০ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর চলতি বছরের প্রথম দিন থেকে যানবাহনে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার ট্যাগ বাধ্যতামূলক করা হয়। সরকার মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার পর গত সেপ্টেম্বরে বিষয়টি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়। এর ছয় মাস পর আজ বিআরটিএ ফি কমানোর ঘোষণা দিলো।

Post a Comment

Previous Post Next Post