এশিয়া কাপ; আমিরাতের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা

এশিয়া কাপ; আমিরাতের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা
স্পোর্টস ডেস্কঃ হার দিয়ে শুরু হওয়া এশিয়া কাপে টাইগাররা নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হারলেও ফাইনালের স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি টাইগারদের। সামনে আছে আরো তিনটি ম্যাচ। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনোই বিকল্প নেই বাংলাদেশ দলের। তুলনামূলক ভাবে এশিয়া কাপে বাংলাদেশের সহজতম ম্যাচ হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেই। কিন্তু প্রথম ম্যাচ হারার পর এই ম্যাচটিও এখন দারুণ গুরুত্বপূর্ণ। মাশরাফিও ভারত ম্যাচের মতোই গুরুত্ব দিয়ে দেখছেন আরব আমিরাতকে। আর তাছাড়া আরব আমিরাতকেও হাল্কাভাবে দেখার সুযোগ নেই বাংলাদেশের। বরং বাছাইপর্বে বাড়তি কিছু ম্যাচ খেলে তারা কন্ডিশনের সঙ্গে আরো বেশি পোক্ত। আয়ারল্যান্ড, আফগানিস্তান, হংকং ও ওমানকে এই বাংলাদেশের কন্ডিশনেই হারিয়েছে তারা। এমনকি বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে কাঁপুনিও ধরিয়ে দিয়েছিলো তারা। মাত্র ১২৯ রানেই লঙ্কানদের বেঁধে ফেলতে সক্ষম হয় আমিরাত। যদিও শেষ অব্দি ম্যাচটি শ্রীলঙ্কা জিতে নেয় ১৪ রানে। আমিরাতের বিপক্ষে ম্যাচ নিয়ে মাশরাফি বলেন, ‘গত কালকের (বুধবার) ম্যাচটি আমাদের হাত থেকে চলে গেছে। এই টুর্নামেন্টে টিকে থাকার ক্ষেত্রে আগামীকালের (শুক্রবার) ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ম্যাচটিকে আমরা খুব গুরুত্বসহকারে নিচ্ছি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াতে পারব।’ 
বাংলাদেশের সম্ভাব্য দল: সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

Post a Comment

Previous Post Next Post