ভাঙলো রুমির দ্বিতীয় ঘরও

ভাঙলো রুমির দ্বিতীয় ঘরও
বিনোদন ডেস্কঃ আরফিন রুমির ঘর তছনছ। ভাঙলো জনপ্রিয় এই কন্ঠশিল্পীর দ্বিতীয় ঘরও। একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন । সূত্রটি এও জানিয়েছেন, ২৭ জানুয়ারি তাদের ডিভোর্স হয়েছে, ডিভোর্স আরফিন রুমির পক্ষ থেকেই দেয়া হয়েছে । জানা গেছে, ৩১শে জানুয়ারি ডিভোর্স লেটার যুক্তরাষ্ট্রের ঠিকানায় কোরিয়ারে পাঠানো হয়েছে। ডিভোর্সের চিঠিতে রুমি উল্লেখ করেন- মানসিক নির্যাতন, আগের স্বামীর সঙ্গে গভির মেলামেশা, বেপরোয়া চলাফেরা ও স্বামীকে পাত্তা না করা ইত্যাদি। ডিভোর্সের সম্পর্কে রুমি ব্রেকিংনিউজকে জানান, ‘প্রায় তিন বছর হয় আমাদের বিয়ের। বিয়ের পরপর থেকেই আমার স্ত্রী কামরুননেসা আমার মাকে মানষিক নির্যাতন করে আসছিল। সংসার টিকিয়ে রাখার জন্য সব সহ্য করে আসছিলাম। সম্প্রতি নানা মাধ্যমে জানতে পারি কামরুননেসা তার প্রথম স্বামীর সঙ্গে অবাধে মেলামেশা করছে। এ ঘটনাটি কামরুন্নেসার পরিবারকেও বারবার জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়েই ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। বর্তমানে কামরুননেসা পুত্র আয়ানসহ গত ছয় মাস ধরে অবস্থান করছেন আমেরিকায় তার বাবার সঙ্গে। উল্লেখ্য, আমেরিকায় স্টেজ শো করতে গিয়ে ২০১২ সালে তারই গানের ভক্ত কামরুননেসার সঙ্গে পরিচয় হয় রুমির। এরপর চোখের পলকে প্রেম ও নাটকীয় বিয়ে।

Post a Comment

Previous Post Next Post