কুলাউড়ায় ৭২ ঘন্টার আল্টিমেটামকে সামনে রেখে যাত্রীসাধারণ ও উপজেলাবাসীর মানববন্ধন

কুলাউড়ায় ৭২ ঘন্টার আল্টিমেটামকে সামনে রেখে যাত্রীসাধারণ ও উপজেলাবাসীর মানববন্ধন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া জংশন স্টেশনকে ১ম গ্রেড থেকে ২য় গ্রেডে অবনমিত করায় ৭২ ঘন্টার আল্টিমেটামকে সামনে রেখে কুলাউড়া জংশন ষ্টেশনের সম্মুখ্যে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্থরের যাত্রীসাধারণ ও উপজেলাবাসী। আজ সোমবার সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচিতে সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক আতিকুর রহমান আখই-এর সভাপতিত্বে এবং তরুণ সংগঠক ও সংবাদকর্মী মাহফুজ শাকিলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম, সহ-সভাপতি শফিক মিয়া, ব্যবসায়ী সমিতির ৩ নং ওয়ার্ড সম্পাদক আজির আলী, ৩নং ওয়ার্ড সদস্য শেখ আছকর আলী, সংলাপের শহর প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাসানী ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুল ইসলাম, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম মছব্বির আলী, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, জেলা তালামীযের সহ-সভাপতি অজিউর রহমান আসাদ, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, দৈনিক সকালের খবর প্রতিনিধি সাইদুল হাসান শিপন, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, দৈনিক নতুন দিন প্রতিনিধি সুমন আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধক্ষ্য মো. বদরুল ইসলাম, পৌর তালামীযের সভাপতি রাহাত বখ্স, সহ-সভাপতি আব্দুল মুমিন প্রমুখ।

উল্লেখ্য: এ বিষয় নিয়ে অনুসন্ধান করলে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম জুনিয়র পার্সোনাল অফিসার-২ (পূর্ব) মো. সিরাজ উল্যাহ স্বাক্ষরিত অফিস আদেশে ডিটিও ঢাকার অধীনস্থ কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনকে ১ম গ্রেড থেকে ২য় গ্রেডে অবনমিত করে স্টেশন মাস্টার মির্জা শামসুল ইসলামের স্থলে হরিপদ সরকারকে পদায়ন করা হয়। এবং গৌরীপুর ময়মনসিংহ স্টেশনকে ২য় গ্রেড থেকে ১ম গ্রেডে উন্নিত করে মির্জা শামসুল ইসলামকে সেখানে পদায়ন করা হয়।

Post a Comment

Previous Post Next Post