প্রধান বিচারপতি এস.কে সিনহার বাড়ির পাশ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধার

প্রধান বিচারপতি এস.কে সিনহার বাড়ির পাশ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধার
এম শাহবান রশীদ চৌধুরী: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার গ্রামের বাড়ির পাশের জমি থেকে সোমবার(২৯ফেব্র“য়ারি)সকালে গ্যাস সিলিন্ডার উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ। স্থানীয়রা জানান, আজ সকালে বাড়ির কাজের লোক বিচারপতির ঘরের পেছনের ১৫০ ফুট দূরে জমিতে ফেলে রাখা গ্যাস সিলিন্ডারের দেখতে পেয়ে প্রধান বিচারপতির বাড়ির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য নজরুল ইসলামকে বিষয়টি জানান। দুপুরে পুলিশ সদস্য নজরুল ইসলাম বিষয়টি কমলগঞ্জ থানায় জানালে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করে। খবর পেয়ে র‌্যাব-৯ ও বিজিবির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। ধারণা করা হয়েছিল সিলিন্ডারের মধ্যে বোমা জাতীয় কিছু হতে পারে। নিরাপত্তার স্বার্থে তাই ওই স্থানটি লালফিতা দিয়ে বেঁধে রাখা হয়েছিল। বোমার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সিলেটে বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়। বিশেষজ্ঞরা এসে বিভিন্নভাবে পরীক্ষা-নীরিক্ষা করে এলপি গ্যাস হিসেবে প্রমাণিত হয় বলে পুলিশ সুপার মো. শাহ জালাল জানান।  তবে গ্যাসের সিলিন্ডার হলেও এটি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কিন্তু কে বা কারা এটি এখানে ফেলে রেখে গেছে বিষয়টি জানা যায়নি।

Post a Comment

Previous Post Next Post