নিউজ ডেস্কঃ কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে শীতার্ত গরীব, দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আল-বির ফাউন্ডেশন। ৮ফেব্রুয়ারী সোমবার বিকেলে আল-বির ফাউন্ডেশনের উদ্যোগে জামেয়া রহিমিয়া বালিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দুই,শ কম্বল নারী ও পুরুষের মাঝে বিতরণ করা হয়। আল-বির ফাউন্ডেশনের সদস্য মুক্তিযোদ্ধা জমির আলীর সভাপতিত্বে উপস্থিত হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আব্দুল হক,হাজীপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী শীতার্ত মানুষের হাতে তুলে দেন। শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন আল-বির ফাউন্ডেশনের মহা-পরিচালক লন্ডন প্রবাসী আব্দুর রহিম, ইউপি সদস্য ফুরকান আলী, দৈনিক ভোরের ডাক বমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, শমনেরনগরের ব্যবসায়ী আব্দুস শহীদ, আব্দুল কাদির, সাংবাদিক ফখর উদ্দিন আহমদ, রহমান খান, জাকির হোসেন ও ফয়জুর রহমান প্রমুখ।
