সাঈদ-উর-রবকে প্রবাসের প্রহরের বিশেষ সংখ্যা প্রদান

সাঈদ-উর-রবকে প্রবাসের প্রহরের বিশেষ সংখ্যা প্রদান
মোহাইমিন ইসলাম মাহিনঃ খ্যাতিমান অ্যাথলেট, বরেণ্য সাংবাদিক ও লেখক সাঈদ-উর-রবের হাতে আরব আমিরাত ও যুক্তরাজ্য থেকে প্রকাশিত প্রবাসের প্রহর নামক ট্যাবলয়েড ম্যাগাজিন তুলে দেওয়া হয়। বার্তা সম্পাদক মাহফুজ শাকিল ও বাংলাদেশ ব্যুরো চিফ এম মছব্বির আলী প্রবাসের প্রহরের বিশেষ সংখ্যাটি ১৫ ফেব্রুয়ারি রাতে তার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, মানব ঠিকানার সিনিয়র রিপোর্টার জসিম চৌধুরী, কামরাঙা সম্পাদক কামরুল হাসান, অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, সংগঠক জাহেদ রহমান, নুরুজ্জামান চৌধুরী রিপন, ঠিকানার স্টাফ রিপোর্টার তুহিন আহমদ পায়েল, ঠিকানা ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ রাজন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post