হজযাত্রী নিয়ে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা

হজযাত্রী নিয়ে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা
নিউজ ডেস্কঃ হজযাত্রী নিয়ে কেউ কোনো প্রতারণা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান। বৃহস্পতিবার ঢাকার আশকোনায় হজ অফিসে চলতি সালে হজে গমনেচ্ছুদের প্রাক নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। হজ যাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো এজেন্সি যদি প্রতারণা করে, বা অতিরিক্ত টাকা নেয়, তবে আপনারা আমাদের জানাবেন। আমরা তৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। ধর্মমন্ত্রী জানান, গত ১৪ ফেব্রুয়ারি তার নেতৃত্বে ৫ সদস্যের বাংলাদেশ হজ প্রতিনিধিদল সৌদি আরবের সাথে হজচুক্তি সম্পাদন করেছেন। চুক্তি অনুসারে এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ হজযাত্রী হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং অবশিষ্ট ৯১ হাজার ৭৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। এছাড়াও এ বছরের হজচুক্তি অনুসারে অনুমোদিত প্রত্যেক হজ এজেন্সিকে সর্বনিম্ন ১৫০ হজযাত্রী প্রেরণ করতে হবে, যা গতবছর ছিল ৫০ জন। এ নিয়মটি পৃথিবীর সকল দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। আর পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের হজযাত্রীদেরকে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে কোরবানি কাজ সম্পাদনের জন্য সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post