নিউজিল্যান্ডে ৫.৭ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডে ৫.৭ মাত্রার ভূমিকম্প
নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প আঘাত হয়েছে। মঙ্গলবার এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ কার্যালয়। খবর এনডিটিভির। দেশটির দক্ষিণ দ্বীপের সেন্ট আরনাউডের ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। এর গভীরতা ছিল ৬২ কিলোমিটার। ওয়েলিংটনে ভূমিকম্পের ঝাকুনি অনুভূত হয়েছে। শহরটিতে ৪ লক্ষ ৫০ হাজার লোক বসবাস করে। প্রাথমিকভাবে এ ঘটনায় কারও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, নিউজিল্যান্ডে ভূমিকম্প একটি সাধারণ বিষয়। দেশটির দুইট দ্বীপ অস্ট্রেলিয়া-প্যাসিফিক টেকনিক প্লেট সীমান্ত বরাবর অবস্থিত। তাই দেশটিতে অনেক বেশি ভূমিকম্প হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post