কুলাউড়া রেলওয়ে স্টেশনকে এ গ্রেড থেকে বি গ্রেডে অবনমিত করার প্রতিবাদে ব্যবসায়ী সমিতির মতবিনিময়

কুলাউড়া রেলওয়ে স্টেশনকে এ গ্রেড থেকে বি গ্রেডে অবনমিত করার প্রতিবাদে ব্যবসায়ী সমিতির মতবিনিময়
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনকে এ গ্রেড থেকে বি গ্রেডে অবনমিত করার প্রতিবাদে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি বুধবার রাতে সমিতির কার্যালয়ে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো: আব্দুর নূর চৌধুরী, কুলাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো:আব্দুস শহিদ মাখন, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. খুরশেদ মিয়া, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার নির্বাহী সম্পাদক এম আতিকুর রহমান আখই, সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল জলিল, কোষাধ্যক্ষ মো: বদরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, ৩নং ওয়ার্ড সম্পাদক এম আজির আলী, ১নং ওয়ার্ড সদস্য মাহবুবুল আম্বিয়া জাবেদ, ৫নং ওয়ার্ড সদস্য এনামুল হক এনাম, ৩নং ওয়ার্ড সদস্য শেখ আছকর আলী, ব্যবসায়ী নোমান আহমদ চৌধুরী, সাংবাদিক মাহফুজ শাকিল, ইউসুফ আহমদ ইমন, ব্যবসায়ী আব্দুর রহমান নিয়াজী, সিরাজুল ইসলাম শাবুল, মইনুল ইসলাম সবুজ, আব্দুল হামিদ, মো: রকিব আলী প্রমুখ। মতবিনিময় শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্তবলী গৃহীত হয়। প্রথমত, আজ দুপুর ২টায় উপজেলা ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান। দ্বিতীয়ত, ২৭ ফেব্রুয়ারি কুলাউড়ায় আগত জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপির কাছে স্মারকলিপি প্রদান। তৃতীয়ত, ২৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় কুলাউড়া চৌমুহনী চত্ত্বরে প্রতিবাদ সভা। এবং চতুর্থত, দাবি না মানলে ৩রা মার্চ সকাল ১১টায় কুলাউড়া উপজেলার সর্বস্থরের জনগণকে নিয়ে রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচী।
কুলাউড়া রেলওয়ে স্টেশনকে এ গ্রেড থেকে বি গ্রেডে অবনমিত করার প্রতিবাদে ব্যবসায়ী সমিতির মতবিনিময়

Post a Comment

Previous Post Next Post