অবশেষে মুক্তি পেলেন সঞ্জয় দত্ত

অবশেষে মুক্তি পেলেন সঞ্জয় দত্ত
বিনোদন ডেস্কঃ অবশেষে মুক্ত হলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ২৫ ফেব্রুয়ারি সকাল পৌনে ৯টার দিকে পুনের ইয়েরওয়াড়া কারাগারের ফটক দিয়ে বেরিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রচারিত খবরে দেখা যায়, গালভর্তি দাড়ি, কপালে তিলক, গায়ে নীল রঙা শার্ট ও জিন্স, কাঁধে বড়সড় ব্যাগ, হাতে একদলা কাগজহাতে বেরিয়ে আসছেন বলিউডের এই অভিনেতা। ফটক দিয়ে বের হওয়ার পর কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে, মাটিতে হাত স্পর্শ করে ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারের দিকে ফিরে তাকান সঞ্জয়। তারপর স্যালুট দেন কারা প্রহরীদের। বাইরে তখন অপেক্ষায় ছিলেন নির্মাতা রাজকুমার হিরানি ও সঞ্জয়ের সহধর্মিণী মান্যতা। ছিলো অনেক সংবাদমাধ্যম। এরপর গাড়িতে চড়ে বিমানবন্দরের দিকে রওনা দেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। সেখান থেকে উড়োজাহাজে চড়ে মুম্বাই ফিরছেন তিনি। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে পাঁচ বছরের সাজা ভোগ করেছেন সঞ্জয় দত্ত। ১৯৯৬ সালে কারাদণ্ড দেওয়া হয় তাকে। মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে দেড় বছর জেল খেটে জামিনে মুক্তি পান তিনি। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট থেকে তাকে পাঁচ বছরের সাজা পূর্ণ করার আদেশ দেন। এরপর থেকে ৪২ মাসের সাজা ভোগ করেন তিনি।

Post a Comment

Previous Post Next Post