নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলনে ৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৭টায় দু’গ্রুপের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেছে। জানা যায়, কাদিপুর ইউনিয়ন যুবলীগের পূর্বনির্ধারিত সম্মেলন ছিলো স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সদর পৌরসভার নবনির্বাচিত মেয়র ফজলুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলন চলাকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফি আহমদ সলমানসহ তাঁর সমর্থকরা বাঁধা দেয়। এনিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, জেলা যুবলীগ সদস্য আবু মোহাম্মদ, যুবলীগ নেতা আতিকুর রহমানসহ কমপক্ষে ২০ জন আহত। এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. সামছুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে আহত নেতাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো।