স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া-ভূকশিমইল সড়কের মহেশগৌরি এলাকায় ১০ ফেব্রুয়ারি বুধবার এক পিকআপ দুর্ঘটনায় ভূকশিমইল স্কুল এন্ড কলেজের ৪ ছাত্রসহ ৬ জন আহত হয়েছেন। জানা যায়, কুলাউড়া উপজেলা শহরে বুধবার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর উপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসুচী পালন শেষে ভূকশিমইল ইউনিয়নের সকল স্কুল-মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবকসহ ইউনিয়নবাসীরা কয়েকটি পিকআপযোগে এলাকায় ফেরার পথে পথিমধ্যে এক পিকআপের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে উল্টে যায়। দুর্ঘটনায় ছাত্রসহ ৫ জন আহত হলে তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্ত্তি করা হয়।
