কুলাউড়া রেল স্টেশনকে ২য় গ্রেডে অবনমিত করার প্রতিবাদে স্মারকলিপি

কুলাউড়া রেল স্টেশনকে ২য় গ্রেডে অবনমিত করার প্রতিবাদে স্মারকলিপি
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনকে ১ম গ্রেড থেকে ২য় গ্রেডে অবনমিত করার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে সচেতন কুলাউড়াবাসী। ২৫ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার সময় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেল মন্ত্রী মজিবুল হকের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রিয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামিম, সাপ্তাহিক কুলাউড়া সংলাপের সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধক্ষ মো. বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান আখই, ৩ নং ওয়ার্ড সম্পাদক আজির আলী, ৬নং ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, ২নং ওয়ার্ড সদস্য মানিক মিয়া শাহাজাহান, ব্যবসায়ী নোমান আহমদ, আব্দুল করিম বাচ্চু, মাহফুজ শাকিল, ইউসুফ আহমদ ইমন, দিদার আহমদ প্রমুখ। প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম জুনিয়র পার্সোনাল অফিসার-২ (পূর্ব) মো. সিরাজ উল্যাহ স্বাক্ষরিত অফিস আদেশে ডিটিও ঢাকার অধীনস্থ কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনকে ১ম গ্রেড থেকে ২য় গ্রেডে অবনমিত করে স্টেশন মাস্টার মির্জা শামসুল আলমকে স্থলে হরিপদ সরকারকে পদায়ন করা হয়। এবং গৌরীপুর ময়মনসিংহ স্টেশনকে ২য় গ্রেড থেকে ১ম গ্রেডে উন্নিত করে মির্জা শামসুল আলমকে সেখানে পদায়ন করা হয়।

Post a Comment

Previous Post Next Post