কুলাউড়া হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের উপর হামলার অভিযোগ

কুলাউড়া হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের উপর হামলার অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া হাসপাতালে কর্তব্য পালনকালে ২৮ ফেব্রুয়ারি রোববার ডা. আবু বকর মো. রাশুর উপর অতর্কিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ২ জনকে অভিযুক্ত করে ডাক্তার কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এঘটনায় ডাক্তাররা কর্মবিরতি পালন করছে। জানা যায়, কুলাউড়া উপজেলা হাসপাতালে দায়িত্ব পালনকালে এক রোগির ছাড়পত্র প্রদান করায় প্রতাবী গ্রামের শাহীন মিয়া (২৮) ও দতরমৃড়ি গ্রামের সাইস্তা মিয়া (৩০) নামক দুই ব্যক্তি ডাক্তার আবু বকর মো. রাশুর উপর হামলা করে। এতে তিনি আহত হন। ডাক্তার আবু বকর মো. রাশু জানান, সকালে জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে এক রোগির অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরের ছাড়পত্র দেয়ার জন্য কর্তব্যরত নার্সকে নির্দেশ দেই। দুপুরে আমার রুমে দায়িত্ব পালনকালে অতর্কিতে ওই দুইব্যক্তি আমার উপর হামলা চালায়। এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় অভিযোগ দিয়েছি। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম জানান, ডাক্তারের অভিযোগ পেয়েছি। এব্যাপারে আইনত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post