খ ক জাফরঃ গত ১৩ ই ফ্রেব্র“য়ারী সন্ধ্যা ৭টায় এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হয় ক্লাবের ৮৭১তম ডিনার সভা এবং পাশাপাশি এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার প্রয়াত এপে: নাজির আহমদ অপুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুরুতেই সম্পন্ন হয় মিলাদ মাহফিল। ৮৭১তম ডিনার সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর গভর্ণর এপে: জাহাঙ্গীর আলম খুরশিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাব লাইফ মেম্বারবৃন্দ এপে: উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভূট্রো, এপে: উপাধ্যক্ষ ফরহাদ আহমদ। ২০১৬ বর্ষের প্রেসিডেন্ট এপে: ডা: হেমন্ত চন্দ্র পাল সভা আহবান করেন। সভায় কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত, এপেক্স সংগীত, এপেক্স আদর্শ পাঠ, ইনভোকেশন, আত্মপরিচয়, শুভেচ্ছা ও অপরাগতা ও পত্র যোগাযোগ সম্পন্ন হয়। তার পরপরই ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই এপে: শফিউল আলম সৌরভ ৮৭০ তম ডিনার সভার কার্যবিবরনী উপস্থাপন করেন, যা আলোচনা শেষে সংশোধনী সাপেক্ষে অনুমোদিত হয়। আর্থিক কার্যক্রম পরিচালনা করেন ট্রেজারার এপে: কাজী কোহেলা বেগম। এই পর্ব শেষে ক্লাব সভাপতি এপে: ডা: হেমন্ত চন্দ্র পালের পৃষ্ঠপোষকতায় একটি সেবা কার্যক্রমে সম্পন্ন করে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার। ১০জন দুস্থ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরন করা হয়। অন্যান্য বিষয় আলোচনা শেষে সম্পন্ন হয় কুইজ পর্ব, র্যাফেল ড্র পর্ব। জরিমানা পর্ব পরিচালনা করেন ক্লাবের সার্জেন্ট এট আর্মস এপে: সোহেল আহমদ। ক্লাব আইপিপি এপে: শাহীন আহমদ ধন্যবাদ জ্ঞাপনের পর সভার সমাপ্তি ঘোষনা করা হয়। পরিশেষে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ উপস্থিত সকল এপেক্সিয়ানদের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
এছাড়াও উক্ত ডিনার সভায় যারা উপস্থিত ছিলেন তারা হলেন, পি.পি বৃন্দ এপে: রফিকুল ইসলাম টিপু, এপে: আব্দুস শহীদ বাবুল, এপে: শহীদুল ইসলাম তনয়, এপেক্স ক্লাব অবস গ্রীণ হিলস এর আইপিপি এপে: সাহেদুর রহমান, প্রেসিডেন্ট এপে: এডভোকেট আব্দুল খালিক, সি: ভাইস প্রেসিডেন্ট এপে: নাজমুল হুদা, এপেক্স ক্লাব জুড়ী ভ্যালীর প্রেসিডেন্ট এপে: হারিছ মোহাম্মদ, সেক্রেটারী এপে: শামীম আহমদ, ক্লাব বোর্ডের সি: ভাইস প্রেসিডেন্ট এপে: শরিফ আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: স্বপন কুমার দাস, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে: জুবায়ের সোহেল, পাবলিক স্পিকিং এন্ড রিলেশন ডিরেক্টর এপে: জাহাঙ্গীর আলম, ক্লাবের অ্যাক্টিভ ফ্লোর মেম্বার বৃন্দ এপে: মুজিবুল আলম সোহেল, এপে: নির্মলেন্দু ভট্টাচার্য পান্না, এপে: আব্দুল বাছিত, এপে: আব্দুল জলিল, এপে: আবু মুসা খান, এপে: আলী হোসেন, এপে: আলতাফ হোসেন সুমেল প্রমুখ।
এছাড়াও উক্ত ডিনার সভায় যারা উপস্থিত ছিলেন তারা হলেন, পি.পি বৃন্দ এপে: রফিকুল ইসলাম টিপু, এপে: আব্দুস শহীদ বাবুল, এপে: শহীদুল ইসলাম তনয়, এপেক্স ক্লাব অবস গ্রীণ হিলস এর আইপিপি এপে: সাহেদুর রহমান, প্রেসিডেন্ট এপে: এডভোকেট আব্দুল খালিক, সি: ভাইস প্রেসিডেন্ট এপে: নাজমুল হুদা, এপেক্স ক্লাব জুড়ী ভ্যালীর প্রেসিডেন্ট এপে: হারিছ মোহাম্মদ, সেক্রেটারী এপে: শামীম আহমদ, ক্লাব বোর্ডের সি: ভাইস প্রেসিডেন্ট এপে: শরিফ আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: স্বপন কুমার দাস, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে: জুবায়ের সোহেল, পাবলিক স্পিকিং এন্ড রিলেশন ডিরেক্টর এপে: জাহাঙ্গীর আলম, ক্লাবের অ্যাক্টিভ ফ্লোর মেম্বার বৃন্দ এপে: মুজিবুল আলম সোহেল, এপে: নির্মলেন্দু ভট্টাচার্য পান্না, এপে: আব্দুল বাছিত, এপে: আব্দুল জলিল, এপে: আবু মুসা খান, এপে: আলী হোসেন, এপে: আলতাফ হোসেন সুমেল প্রমুখ।

