বড়লেখা আ’লীগের কাউন্সিল: সভাপতি শাহাব উদ্দিন, সম্পাদক আনোয়ার উদ্দিন

বড়লেখা আ’লীগের কাউন্সিল: সভাপতি শাহাব উদ্দিন, সম্পাদক আনোয়ার উদ্দিন
বড়লেখা প্রতিনিধি: এক যুগের দীর্ঘ সময় পার করে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত এ কাউন্সিলে সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ও সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার উদ্দিন (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে সহ-সহভাপতি পদে ডা: প্রণয় কুমার দে (সাবেক সাধারণ সম্পাদক), নিমার আলী, সিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও আব্দুল লতিফ নির্বাচিত হয়েছেন। কাউন্সিল অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নেছার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী এক মাসের মধ্যে ঘোষণা করার কথা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

Post a Comment

Previous Post Next Post