কুলাউড়ায় গরীব দু:স্থ শতাধিক পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

কুলাউড়ায় গরীব দু:স্থ শতাধিক পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ
স্টাফ রিপোর্টারঃ প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শাহেদ আহমদ নুরের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বাশউরী, কাউকাপন, নওয়াগাও, উত্তর বাশউরী, এলাকায় রবিবার বিকেলে অসহায় গরীব, দু:স্থ প্রায় শতাধিক পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও হাজীপুর ইউনিয়নের সাবেক মেম্বার মুক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে সিলেট বিভাগীয় ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বদরুল হোসেন খান কামরান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই বিত্তবানদের এগিয়ে আসলে দেশ থেকে দারিদ্র দূর করা সম্ভব। সরকারের পাশাপাশি প্রবাসী এবং দেশের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ালে সমাজ থেকে দারিদ্র দূরীকরণ সম্ভব। শাহেদ আহমদ নুরের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তার এই সাহায্য মানুষ চিরদিন মনে রাখবে এবং তার এই সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকলে এলাকার মানুষ অতীতের ন্যায় ভবিষ্যতে উপকৃত হবে। তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য। সুবিধা বঞ্চিত অস্বচ্ছল মানুষদের মূল্যায়ন করলে তাদের দু:খ কষ্ট দূর হয়ে যেতে পারে। তাই আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। আমাদের মধ্যে মতবেদ থাকতে পারে সেজন্য কল্যাণকর কাজ থেকে আমরা বিরত যেন না হই। ছাত্র নেতা সামসুজ্জামান সুজনের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কুলাউড়া ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামীলীগ নেতা আব্দুল মতলিব, কুলাউড়া উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক সাদেক আলী সাদত, মো. সেলিম খান, জাহাঙ্গির আলম, আবুল আরশাদ জসিম। এছাড়াও বক্তব্য রাখেন, আপ্তাব আলী, সাইফুজ্জামান অপু, সাজ্জাদুর রহমান রাজ, জয় মোহন, আলম আল মুমিন প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post