আন্তর্জজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু কিশোরীদের মেধা যাচাই প্রতিযোগিতা সমাপ্ত

আন্তর্জজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু কিশোরীদের মেধা যাচাই প্রতিযোগিতা সমাপ্ত
শ্রীমঙ্গল প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা আয়োজিত শিশু কিশোরীদের ৩ দিন ব্যাপী মেধা যাচাই প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে থেকে পৌরসভা প্রাঙ্গণে প্রতিযোগিতার সমাপনী দিবসের শিশু চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা উদ্ধোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন। “ বর্তমান সমাজ ব্যবস্থা কিশোরীদের জন্য উপযোগী” এই বিষয় নিয়ে প্রতিযোগীতায় শহরের প্রায় সব ক’টি স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে পৌরসভার কিশোরী ক্লাবের মেয়েরা। এ উপলক্ষে এক আলোচনা সভা পৌর সচিব সৈয়দ আবুজর গিফরী ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক পরিচালনায় এতে বিচারক মন্ডলীতে ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নুর উজ্জামান, শহর পরিকল্পনাবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিক্টোরিয়া হাই স্কুলের শিক্ষিকা অনিতা রাণী দাস,খাতুনে জান্নাত রীতা ও তাহমিদা সুলতানা। এর আগে গত ১৬ ফেব্রুয়ারী -১৬ সাধারন জ্ঞান ও বাংলা বানান প্রতিযোগিতার মধ্যদিয়ে ৩ দিনের মেধা যাচাই পরীক্ষা শুরু হয়।

Post a Comment

Previous Post Next Post