কুলাউড়ায় হিন্দু সমাজ সংস্কার সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় হিন্দু সমাজ সংস্কার সমিতির কাউন্সিল সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতি কুলাউড়া উপজেলা ও পৌর শাখার কাউন্সিল ১৯ ফেব্রুয়ারী শুক্রবার সম্পন্ন হয়েছে। কুলাউড়া শ্রী শ্রী কালী বাড়ী মন্দির প্রাঙ্গণে কাউন্সিল উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচির উদ্বোধন, শহরে র‌্যালী, আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে উপজেলা শাখার সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আশীষ কুমার ধরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি অ্যাড. জিতেন্দ্র চন্দ্র বর্ম্মন। প্রধান বক্তা কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন অনিল চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন রতন কুমার ভৌমিক, সমাজসেবা সম্পাদক দিপক চন্দ্র পাল প্রমুখ। আলোচনা সভা শেষে ড. রজত কান্তি ভট্টাচার্য্যকে সভাপতি, বিশ্বজিৎ দাসকে সাধারণ সম্পাদক ও কাজল দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং রিপন মল্লিককে সভাপতি, জয়দেব কর্মকার সাধারণ সম্পাদক ও বিধান মল্লিককে সাংগঠনিক সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়।

Post a Comment

Previous Post Next Post