‘ইলিয়াস আলীর অবদান কি ভুলে গেছে জেলা বিএনপি ?’

এম ইলিয়াস আলী
নিউজ ডেস্কঃ সিলেট জেলা বিএনপি’র কাউন্সিল পরবর্তী প্রথম সভায় বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবী করে কোন কথা না বলায় তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেছেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের তাৎক্ষণিক সভায় নেতৃবৃন্দ এ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ও জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্য সচিব এডভোকেট এটিএম ফয়েজের পরিচালনায় লামাবাজারে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জেলা বিএনপি’র গত মঙ্গলবারের সভায় সিলেটের বিএনপি’র অনেক প্রয়াত নেতাকে স্মরণ করা হলেও দলের জন্য ঝুঁকি নিয়ে আন্দোলন-সংগ্রাম করে গুম হওয়া বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবী করা হয়নি। এতে বিএনপি’র তৃণমূলের নেতাকর্মীরা চরমভাবে হতাশ হয়েছেন। জেলা বিএনপি’র ঐ সভায় ঐক্যের কথা বলা হলেও প্রথম সভায় তারা নিজেরাই হীনমন্যতার পরিচয় দিয়েছেন। এতে বাকী দিনগুলোতে সিলেট বিএনপি’র “সাংগঠনিক কর্মকান্ড এবং অবৈধ সরকার পতন আন্দোলন” কতটুকু জোরদার হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কেননা “সকালের সূর্যোদয়ই বলে দেয় আজকের দিনটি কেমন যাবে”। বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচারী সরকার যেভাবে এম ইলিয়াস আলীর ব্যাপারটি যেভাবে এড়িয়ে চলছে ঠিক তেমনি সিলেট জেলা বিএনপিও সিলেটের সিংহ পুরুষ এম ইলিয়াস আলীর নাম মুখে নিতে কার্পণ্য করছে। এ যেন সরকারী প্রেসক্রিপশন অনুযায়ী পরিচালিত সিলেট বিএনপি! জীবনের ঝুঁকি নিয়ে টিঁপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলন, সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে আন্দোলন সহ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার কারণে বিএনপি’র পরীক্ষিত এবং বৃহত্তর সিলেটের সবচেয়ে জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে আজ প্রায় ৪ বছর যাবত গুম করে রেখেছে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার। আমরা অবিলম্বে জননেতা এম ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতা কর্মীদের সন্ধান দাবী করছি এবং ইলিয়াস আলীর অবস্থান সরকার পরিষ্কার করা না পর্যন্ত সকল ভয়-ভীতি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সভায় বক্তরা ইলিয়াস আলীর নাম মুছে ফেলার সরকারী ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন। সিলেট বিএনপিতে ইলিয়াস আলীর অবদানকে যারা অস্বীকার করতে চাইবে তারা চরম অকৃতজ্ঞ হিসেবে বিবেচিত হবে। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠন এবং দেশপ্রেমিক জনসাধারণের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক আপ্যায়ন সম্পাদক ও কানাইঘাট উপজেলা বিএনপি’র সভাপতি মামুনুর রশীদ মামুন, সাবেক যুগ্ম সম্পাদক সারোওয়ার আহমদ, সাবেক সহ-সাধারন সম্পাদক সেলিম আহমদ, সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, তাঁতী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফয়েজ আহমদ দৌলত, তাঁতী দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ জামাল নুরুল হুদা, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপি নেতা আব্দুল আলীম দিপক, মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু,মহানগর তাঁতী দলের সাধারন সম্পাদক হাজী শওকত আলী, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, জেলা যুবদলের সহ-সভাপতি সুদিপ রঞ্জন সেন বাপ্পু, জেলা জাসাসের আহবায়ক জসিম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল কবির বাদশা, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিনহাজ উদ্দিন মুসা, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফ্ফার, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, বিএনপি নেতা আব্দুর রহমান, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না প্রমুখ ।

Post a Comment

Previous Post Next Post