তারেক হাসানঃ কুলাউড়ায় হযরত মনছব আলী ছাতা পীর (রহঃ) স্মৃতি পরিষদের উদ্দ্যোগে গতকাল ১৮ জানুয়ারী সোমবার দুপুর ২টায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কুলাউড়া স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুমের সভাপতিত্বে ও সদস্য মোঃ জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি শাকিল রশিদ চৌধুরী, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হেলাল আহমদ, স্মৃতি পরিষদের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মোঃ তারেক হাসান, উপজেলা কাজী সমিতির সভাপতি খন্দকার ফখরুল ইসলাম, স্মৃতি পরিষদের সমাজ কল্যান সম্পাদক আতিকুর রহমান আখই, প্রচার সম্পাদক এইচ ডি রুবেল, পৌর তালামিযের সাধারন সম্পাদক মোঃ জামিল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সদস্য খন্দকার রায়হান আহমদ, খালিক আহমদ, কাওছার আহমদ বুলবুল, জয়চন্ডি ইউনিয়ন তালামিযের সভাপতি সাব্বির আহমদ প্রমুখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন স্মৃতি পরিষদের সদস্য আব্দুস সহিদ, আব্দুস সামাদ, আব্দুল মুবিন, নোমান আহমদ, কয়েছ আহমদ, সুমেল আহমদ প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জাকির হেসেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন খন্দকার ফখরুল ইসলাম। পরে অতিথিরা অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন।
