নতুন বছরে সিলেটে তরুনদের শপথ ‘মাদককে না বলুন’

নতুন বছরে সিলেটে তরুনদের শপথ ‘মাদককে না বলুন’
নিউজ ডেস্কঃ প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ‘নতুন বছরে মাদকে না বলুন’ শ্লোগানে থার্টি ফাষ্ট নাইট উদযাপন অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। নতুন বছরে সিলেটে শত শত তরুনদের কণ্ঠে উচ্চরিত হয় ‘মাদককে না বলুন’। প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মিহির দেব’র সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক জাহেদ আহমদ বাবুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মাদকদব্য অধিদপ্তর এর পরিদর্শক মো. নজীব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ এস আই সাইফুল আলম, এ এস আই জেসমিন সুলতান। এসময় আরো উপস্থিত ছিলেন প্রশান্তির পরিচালক শাহজাহান আহমদ, আলম হোসেন চৌধুরী। সার্বিক তত্ববধানে ছিলেন সৈয়দ নাইমুর রহমান নাইম, সৈয়দ সনি, মহসিন আহমদ, নোমান আহমদ, রাসেল, মাহি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতার হাত থেকে রক্ষার স্বার্থে আমাদের এই থার্টি ফাষ্ট নাইটে আমাদের শ্লোগান নতুন বছরে মাদককে না বুলন। তাই প্রশান্তি তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এই সুস্থ বিনোদনের আয়োজন করি। এরক ব্যতিক্রম উদ্যোগ গ্রহনের জন্য ডিজাইর ইভেন্ট মেনেজমেন্টকে প্রশান্তি সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post