যুক্তরাষ্ট্রে তুষার ঝড় শুরু, নিহত ৮

যুক্তরাষ্ট্রে তুষার ঝড় শুরু, নিহত ৮
অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে দেশ অচল করে দেয়া তুষার ঝড়। সর্বশেষ এই তুষার ঝড়ে ৮ ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। খবর বিবিসির। ৫ কোটি লোক এই তুষার ঝড়ে আক্রান্ত হবেন। এই আশঙ্কা ব্যক্ত করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে শুক্রবার থেকেই দেশটির পূর্বাঞ্চলে শুরু হয়ে গেছে তুষার ঝড়। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্ক ইতিমধ্যে বরফ পড়া শুরু হয়ে গেছে। ঝড় শুরু হলে কয়েক হাজার বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। লোকজনকে বাড়িতে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ রাজ্যে গুলো ইতিমধ্যে তুষার ঝড়ের মধ্য পড়ে গেছে। সেখানে ৮ ইঞ্চি বরফ পড়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তুষার ঝড়ে ৮ জন মারা গেছে। ওয়াশিংটনের মেয়র মুরাল বোজার তুষার ঝড়ে জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়েছে। ৩০ ইঞ্চি বরফ পড়ার সম্ভাবনা রয়েছে ওয়াশিংটনে। তুষার ঝড়ে ওয়াশিংটন বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছে সেখানকার আবহাওয়া অধিদফতর।  যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে শুক্রবার ও শনিবার দুই দিনে ৬ হাজার বিমান যাত্রা বাতিল করা হয়েছে। টেনেসি ও আরকানসাস রাজ্যে ৮ ইঞ্চি বরফ পড়েছে। বরফের কারণে ন্যাশভিলে রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে। কেন্টুকি, টেনেসি, উত্তর ক্যারোলিনা তুষার ঝড়ে ৮ ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। রাজধানী ওয়াশিংটনের পরিবহণ ব্যবস্থা ১ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post