আজ কুলাউড়ায় সিপিএর ২য় বিভাগ ক্রিকেটের ফাইনাল

আজ কুলাউড়ায় সিপিএর ২য় বিভাগ ক্রিকেটের ফাইনাল
আমিন জাহানঃ কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (সিপিএ) আয়োজিত ২য় বিভাগ নকআউট ক্রিকেটের ফাইনাল আজ ১৯ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় এনসি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এতে শক্তিশালী দু’দল ইলিভেন ষ্টার ক্লাব ও গাজীপুর ক্রিকেট ক্লাব পরষ্পরের মোকাবেলা করবে।
সিপিএর সভাপতি কামরুল হাসান বখস ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম জানান আগামী ২১ জানুয়ারি থেকে ১৬টি দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হবে।

Post a Comment

Previous Post Next Post