আমিন জাহানঃ কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (সিপিএ) আয়োজিত ২য় বিভাগ নকআউট ক্রিকেটের ফাইনাল আজ ১৯ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় এনসি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এতে শক্তিশালী দু’দল ইলিভেন ষ্টার ক্লাব ও গাজীপুর ক্রিকেট ক্লাব পরষ্পরের মোকাবেলা করবে।
সিপিএর সভাপতি কামরুল হাসান বখস ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম জানান আগামী ২১ জানুয়ারি থেকে ১৬টি দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হবে।
সিপিএর সভাপতি কামরুল হাসান বখস ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম জানান আগামী ২১ জানুয়ারি থেকে ১৬টি দল নিয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হবে।
