মাহফুজ শাকিলঃ ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন। আজ ২১ জানুয়ারি বৃহস্পতিবার কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে কুলাউড়া উপজেলার সকল ইউনিয়ন, এবং জুড়ী উপজেলার সাগরনাল, ফুলতলা, জায়ফরনগর ও গোয়ালবাড়ী ইউনিয়নের ডাইরেক্টর পদে (ছাতা) প্রতীক নিয়ে সর্বোচ্চ ১২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহুতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন আহমদ (বাল্ব) প্রতীক পেয়েছেন ৩৬৩ ভোট, গফুর আহমদ (ঘড়ি) প্রতীক পেয়েছেন ১৫ ভোট। নির্বাচনে সর্বমোট ভোট কাস্ট হয়েছে ১৬১৬। বাতিল হয়েছে ৮ ভোট।