কুলাউড়ার রবিরবাজারে নবেল শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ার রবিরবাজারে নবেল শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন
মোঃ নাজমুল বারী সোহেলঃ কুলাউড়া উপজেলার পৃথীমপাশা ইউনিয়নের রবিরবাজারে সেতু সমবায় সমিতির উদ্দোগে গত ১৫ জানুয়ারী দক্ষিন রবির বাজার বাইপাস রোডের পাশে শিশুদের জন্য একটি নবেল শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পৃথিমপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছ।এ সময় উপস্থিত ছিলেন সেতু সমবায় সমিতির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক (ভুমি মালিক) আব্দুর রাজ্জাক, সমিতির সভাপতি আজমল হোসেন চৌধরী বাতেন, পরিচালক বাবুল আহমদ, সম্পাদক আব্দুল বারী, সদস্য এম এ নুর, ম্যানেজার আব্দুল আহাদ, সদস্য ইন্তাজ আলী, লুমান, লুকমান আহমদ, সেলিম আহমদ, সুনাব আলী, ইলিয়াছ আলী, সুহাগ আহমদ প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া পরিচালনা করেন রবির বাজার জামে মসজিদের পেশ ইমাম মাও: ইয়াছিন আলী।

Post a Comment

Previous Post Next Post