কমলগঞ্জে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ

কমলগঞ্জে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ
নিউজ ডেস্কঃ আবহাওয়াজনিত কারণে কমলগঞ্জ উপজেলায় নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্তদের মাঝে শিশুদের সংখ্যাই বেশি। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন প্রাইভেট ফিজিশিয়ানদের চেম্বার ঘুরে এ তথ্য পাওয়া যায়। আলাপকালে অভিভাবকরা জানান, ঠাণ্ডায় শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। তাই চিকিৎসকের কাছে নিয়ে এসেছেন। কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারের প্রাইভেট ফিজিশিয়ান নুরুল ইসলাম, শমশেরনগর বাজারের শ্যামলেন্দু সেন শর্ম্মা জানান, শিশুরা ডায়রিয়ায় ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে সেবা নিতে এসেছে। শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল সূত্রেও নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপের কথা জানা যায়। এছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. যোগিন্দ্র সিংহ কমলগঞ্জে ঠাণ্ডায় নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ দুটি রোগে আক্রান্তদের মাঝে শিশু বেশি।

Post a Comment

Previous Post Next Post