৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে একদিকে যেমন ভেঙেছেন অতীতের অনেক পুরোনো রেকর্ড, ঠিক তেমনই দেশের জন্য কুড়িয়ে এনেছেন অনন্য সম্মান। বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে ক্রিকেট দুনিয়ার নিজেকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন। এবার তারই ধারাবাহিকতায় প্রথম বাংলাদেশি হিসেবে চার’শ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসান। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে রিচমন্ড মুতুম্বামিকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন আরেক মাইলফলকে পৌঁছালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে ১৪৭ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শিকারি তিনিই। ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে আবদুর রাজ্জাকের চেয়ে পিছিয়ে আছেন মাত্র ১ উইকেটে। রাজ্জাকের ২০৭ উইকেট, সাকিবের ২০৬টি। টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নিয়ে সেরা তিনিই। তিন ধরনের ফরম্যাটেই আলাদা আলাদাভাবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক যে হয়ে যাবেন তাতে আর সন্দেহ কি!

Post a Comment

Previous Post Next Post