কুলাউড়ায় সরকারি নলকূপ স্থাপনে অনিয়ম ও স্বজনপ্রীতি

কুলাউড়ায় সরকারি নলকূপ স্থাপনে অনিয়ম ও স্বজনপ্রীতি
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে সরকারি গভীর নলকূপ স্থাপনে চলছে অনিয়ম ও স্বজনপ্রীতি। সাধারণ ও অসহায় হতদরিদ্র জনসাধারণের সুপেয় পানির জন্য বরাদ্ধকৃত সরকারি নলকূপগুলো ইউপি চেয়ারম্যান এবং সদস্যরা নিয়মের তোয়াক্কা না করে নিজের স্বজনদের ও বিত্তশালী লোকদের বাড়ীতে বাসাচ্ছেন। ফলে সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ ও হতিদরিদ্র পরিবারগুলো। জানা গেছে, চলতি অর্থবছরে বাংলাদেশ সরকারের উদ্যেগে ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে ১৩৫টি গভীর নলকূপ বরাদ্ধ আসে। এর মধ্যে রাউৎগাঁও ইউনিয়নে ৪০টি নলকূপ বরাদ্ধ দেয়া হয়। এ ব্যাপারে রাউৎগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসীন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, রাউৎগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মো. নোমান আহমদের ফুফাতো ভাই মুকুন্দপুর গ্রামের ক্বারী মো. ইব্রাহিম আলীর বাড়িতে একটি ও পার্শ্ববর্তী আব্দুল মুকিদের বাড়িতে আরো একটি নলকূপ স্থাপন করা হয়েছে। ৩ নং ওয়ার্ড সদস্য মো. আনু মিয়ার বড় ভাই প্রবাসী মো. কবির মিয়ার বাড়িতে একটি এছাড়াও একই গ্রামের আর্থিক স্বচ্ছল নিবারণ মালাকারের বাড়িতে একটি ও পার্শ্ববর্তী দিলিপ মালাকারের বাড়িতেও আরো একটি নলকূপ স্থাপন করে হয়েছে। ৪নং ওয়ার্ড সদস্য মো. শাহাব উদ্দিন খাঁনের ভাই হারুনুর রশিদ খাঁনের বাড়িতে একটি ও তাঁর চাচাতো ভাই ছবর উদ্দিনের বাড়িতে একটি নলকূপ স্থাপন করা হয়েছে। ৯নং ওয়ার্ড সদস্য চেরাগ আলী মো. কুরফান উল্লাহ’র বাড়িতে একটি, মো. মিটু মিয়ার বাড়ীতে একটি ও সৌদি আরব প্রবাসী খসরু মিয়ার বাড়িতে একটি নলকূপ দেয়া হয়েছে। এছাড়াও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের বিত্তশালী কামাল খানের বাড়িতে একটি, ভাটুত্ত্ব গ্রামের আবু তাহের চৌধুরীর বাড়িতে একটি, নর্তন গ্রামের বাসিন্দা ব্যবসায়ী অচিন্ত ভট্টাচার্যের বাড়িতে একটি ও একই গ্রামের মো. খুরশেদ আলী বাড়িতে একটি এবং রাউৎগাঁও গ্রামের বাসিন্দা বিত্তশালী কয়েছ মিয়ার বাড়িতে নলকূপ একটি দেওয়া হয়েছে। নিয়ম না মেনে চেয়ারম্যান ও মেম্বাররা বিত্তশালীদের বাড়ির ভিতর নলকূপ স্থাপন করায় বিশুদ্ধ পানি থেকে বি ত হয়েছি আমরা ক্ষোভ প্রকাশ করে এলাকার বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। এ ব্যাপারে রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, স্থানীয় ইউপি সদস্যদের তালিকা অনুযায়ী সঠিকভাবে বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন করা হয়েছে। নিকট আত্মীয়দের কারনে বরাদ্ধকৃত কয়েকটি নলকূপ যথাস্থানে স্থাপন করা সম্ভব হয়নি। কুলাউড়া উপজেলা জনসাস্থ্য উপসহকারি প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব থাকা আবুল কাশেম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী নলকূপ বরাদ্ধ দিয়েছি। যাচাই না করে নলকূপ বরাদ্ধ দেয়ার ব্যাপারে তিনি বলেন, তালিকা অনুযায়ী বরাদ্ধ না দিলে চেয়ারম্যান ও মেম্বাররা আমাদের উপর ক্ষেপে যান তাই যাচাই বাছাই করতে পারিনি।

Post a Comment

Previous Post Next Post