জোড়া সেঞ্চুরিতেও রক্ষা পেলো না ভারত

জোড়া সেঞ্চুরিতেও রক্ষা পেলো না ভারত
স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার দেয়া ৩৪৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রোহিত শর্মা দ্রুত আউট হয়ে গেলেও শেখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটিং নৈপুণ্যে দারুণভাবেই এগিয়েছিলো সফরকারী ভারত। কিন্তু ধাওয়ান-কোহলির সেঞ্চুরিও ভারতকে শেষ রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখেই ৩২৩ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফলে ২৫ রানের জয় নিয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেলো অজিরা। বুধবার অস্ট্রেলিয়ার ক্যানেবেরায় টস জিতে ব্যাট করতে নেমে ১৮৭ রানের উদ্বোধনী জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ফিঞ্চ ১০৭ রান করলেও ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ওয়ার্নার (৯৩)। দলের পক্ষে অধিনায়ক স্টিভেন স্মিথ ৫১, ম্যাক্সওয়েল ৪১ ও শন মার্শ ৩৩ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে ঈশান শর্মা ৪টি ও উমেশ যাদব ৩টি উইকেট লাভ করেন। ৩৪৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রোহিত শর্মা ৪১ রান করে আউট হলেও শেখর ধাওয়ান ১২৬ ও বিরাট কোহলি ১০৬ রানের অনবদ্য ইনিংস উপহার দেন। দলীয় ২৭৭ রানের মাথায় ধাওয়ান ও ধোনি পর পর দুই বলে আউট হলে ২৭৮ রানে সাজঘরে ফিরেন কোহলি। ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা এলোমেলো হয়ে যায় ভারতীয় ব্যাটিং লাইন-আপ। এর পর রবীন্দ্র জাদেজার ২৪ রান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই সংখ্যার ঘরে পৌঁছুতে পারেনি। ফলে টানা উইকেট পতনে চার বল হাতে থাকতেই ৩২৩ রানে অলআউট হয় ধোনি বাহিনী। অজি বোলারদের হয়ে কেন রিচার্ডসন সর্বোচ্চ ৫ উইকেট নেন। হাস্টিংস ও মাশ ২টি করে এবং লিওন ১টি উইকেট দখল করেন। উল্লেখ্য, ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে আগের ম্যাচেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিলো স্বাগতিকরা। চতুর্থ ম্যাচ জয়ে ব্যবধান ৪-০ হলো। এখন ভারতের সামনে কেবলই হোয়াইটওয়াশের আতঙ্ক।

Post a Comment

Previous Post Next Post