ক্রিকেটার শাহাদাতের স্ত্রী জামিন পেলেন

জামিন পেলেন ক্রিকেটার শাহাদাতের স্ত্রী
নিউজ ডেস্কঃ শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের ১১ ফ্রেব্রুয়ারি পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীর ম্যাধমে স্থায়ী জামিনের আবেদন করেন শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন ১১ ফ্রেব্রুয়ারি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে ১ ডিসেম্বর জেমসিন জাহানকে ১৭ জানুয়ারি পর্যন্ত জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ। ৪ অক্টোবর রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুরবাড়ি থেকে জেসমিন জাহানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান। অপরদিকে জেসমিন জাহানের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ৫ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। ২০১৫ সালের ২৯ ডিসেম্বর ঢাকা সিএমএম আদালতের মিরপুর থানার জিআর শাখায় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

Post a Comment

Previous Post Next Post