নিউজ ডেস্কঃ সিলেটের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ মদন মোহন কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠান আজ। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে। কলেজের ৭৫’ বছর পূর্তি এ অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন ও কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে মদন মোহন কলেজ প্রাঙ্গণ সাজানো হয়েছে নতুন সাজে। কলেজের প্রতিটি ভবন রং করা হয়েছে নতুনভাবে। কলেজ প্রাঙ্গণে তৈরি করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ। আশপাশের দেয়ালগুলোও সাজানো হয়েছে নানা রঙে। কলেজ গেইটসহ রিকাবীবাজার-লামাবাজার সড়কে নির্মাণ করা হয়েছে বেশ ক’টি তোরণ। এতে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সাঁটানো ব্যানার-ফ্যাস্টুন। মঞ্চের সামনে নির্মাণ করা হচ্ছে নিরাপত্তা বেষ্টনি। সাউন্ড সিস্টেমসহ আনুষঙ্গিক অন্যান্য কাজও সম্পন্ন করা হয়েছে ইতোমধ্যেই। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কলেজ প্রাঙ্গণে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
