আজ থেকে শুরু হচ্ছে সিপিএর কোয়ার্টার ফাইনাল

আজ থেকে শুরু হচ্ছে সিপিএর কোয়ার্টার ফাইনাল
আমিন জাহান: কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (সিপিএ) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে  ৮টি দল। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডের নিজ নিজ খেলায় তারা প্রতিপক্ষ দলকে হারায়। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া দলগুলো হলো ঠিকানা ক্লাব, গাজীপুর ক্রিকেট ক্লাব, কর্মধা ইউনিয়ন একাদশ, মীর শংকর ক্রীড়া চক্র, শ্রীপুর ক্রিকেট ক্লাব, দুর্বার তরুণ সংঘ, ইলেভেন স্টার ক্লাব ও চতুরংগ যুব সংঘ । আজ ১২ জানুয়ারি মঙ্গলবার থেকে কোয়ার্টার ফাইনাল শুরু হবে। এদিকে সিপিএর সভাপতি কামরুল হাসান বক্স ও সেক্রেটারি রফি আহমদ তানিম জানান, ১৬টি দল নিয়ে জানুয়ারির মাঝামাঝিতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে।

Post a Comment

Previous Post Next Post