কুলাউড়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কুলাউড়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের মন্দিরা গ্রাম থেকে ২১ জানুয়ারী বৃহস্পতিবার হরিপদ মালাকার (৩০) নামক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী জানান, বুধবার রাত আনুমানিক ১০ টায় মন্দিরা গ্রামের বাঁশঝাড়ের মধ্যে হরিপদ মালাকারের লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয় লোকজন চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটানস্থলে যায়। বৃহস্পতিবার সকালে পুলিশ হরিপদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। স্থানীয় একাধিক সুত্র জানায়, হরিপদের সাথে তার পার্শ্ববর্তী বাড়ীর জয়নাল আহমদের পূর্ব বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে জয়নাল আহমদ পলাতক রয়েছে। জয়নাল আহমদের মা ছুনিয়া চৌধুরী ঘটনার সাথে তার ছেলের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সামছুদ্দোহা পিপিএম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post